ঠাকুরগাঁওয়ে হিজড়াদের ‘উত্তরণ গুচ্ছগ্রাম’র উদ্বোধন

S M Ashraful Azom
0
ঠাকুরগাঁওয়ে হিজড়াদের ‘উত্তরণ গুচ্ছগ্রাম’র উদ্বোধন
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে হিজড়া জনগোষ্ঠীর জন্য নির্মিত “উত্তরণ গুচ্ছগ্রাম” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সদর উপজেলার কহরপাড়ায় অবস্থিত এ হিজরা পল্লীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।

উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভ’মি) ব‎িহ্নশিখা আশা, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) গোলাম মর্তুজা, নারগুন ইউপি চেয়ারম্যান পয়গাম আলী, সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা স্যামুয়েল মার্ডি প্রমুখ।

পরে কহর পাড়া মৌজায় জনপ্রতি সাড়ে ৩ শতক করে মোট শুন্য দশমিক ৯২ একর জমি ২০ জন হিজরাকে প্রদান করা হয়। এছাড়াও গৃহ নির্মাণে ৩০ লাখ, টিউবওয়েল স্থাপনে ২৫ হাজার ও দলিল হস্তান্তর বাবদ ১০ হাজার করে মোট ৩০ লাখ ৩৫ হাজার টাকা আর্থিক বরাদ্দ প্রদান করা হয় ।



 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top