
সেবা ডেস্ক: বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া মধ্যে সাগরে আটকে পড়া একটি ফিশিং বোট থেকে ৫ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
বৃহস্পতিবার কক্সবাজারের মহেশখালী থেকে ১০ মাইল দূরে ভাসমান অবস্থায় ৫ জেলেসহ ‘ইয়াসিন’ নামের ফিশিং বোটটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জেলেরা হলেন- মো. ইয়াসিন (১৮), ওমর ফারুক (১৬), মত্তুল হোসেন (১৫), আনসারুল ইসলাম (১৫) ও নাজিম উদ্দিন (১৫)। তারা সবাই মহেশখালীর বাসিন্দা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, মঙ্গলবার মাছ ধরতে ফিশিং বোট নিয়ে সাগরে যায় ওই ৫ জেলে। একপর্যায়ে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে বিপন্ন অবস্থায় গত তিন দিন সমুদ্রে ভাসতে থাকেন তারা।
সমুদ্রে টহলে থাকা নৌবাহিনী জাহাজ ‘সাগর’ ভাসমান ফিশিং বোটটি দেখতে পেয়ে জেলেদের উদ্ধার করে। বানৌজা সাগরের নৌসদস্যরা উদ্ধারকৃত জেলেদের জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করে। এ সময় জেলেরা নৌবাহিনীর এই উদ্ধার তৎপরতা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। বানৌজা সাগর থেকে উদ্ধারকৃত জেলেসহ বোটটিকে কুতুবদিয়া চ্যানেলে টেনে নিয়ে আসে। পরে তাদেরকে বোট মালিকের কাছে হস্তান্তর করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।