ভারতে নাগরিকত্ব বিলের প্রতিবাদ করায় সাবেক রাষ্ট্রপতির মেয়ে আটক

S M Ashraful Azom
0
ভারতে নাগরিকত্ব বিলের প্রতিবাদ করায় সাবেক রাষ্ট্রপতির মেয়ে আটক
সেবা ডেস্ক: ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন পাসের প্রতিবাদে বিক্ষোভ করায় প্রতিবেশি দেশ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জিকে আটক করেছে ভারতীয় পুলিশ।

আজ শুক্রবার দিল্লি থেকে তাকে আটক করা হয় বলে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে।

এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, স্থানীয় সময় দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনের সামনে বিক্ষোভের সময় শর্মিষ্ঠাকে আটক করে পুলিশ। শর্মিষ্ঠা নারী কংগ্রেসের দিল্লি শাখার প্রধান। এ সময় তার সঙ্গে অন্তত ৫০ জন নারী নেতা-কর্মীকেও আটক করা হয়। আটক হওয়ার পর শর্মিষ্ঠা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, তাঁদের আটক করে মন্দির মার্গ পুলিশ স্টেশনে নেয়া হয়েছে।

ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী দিল্লিসহ অন্তত দশটি রাজ্যের তেরোটি শহর।

বিতর্ক সৃষ্টি করা এই আইনে বলা হয়েছে যে, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ২০১৪ সালের মধ্যে যেসব অমুসলিম মানুষ ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, কেবল তারাই ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

আইনটিকে কেন্দ্র করে চলমান এ বিক্ষোভ দমাতে দিল্লিসহ কয়েকটি রাজ্যে বিভিন্ন নিষেধাজ্ঞা ও ১৪৪ ধারা জারির পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে।

বৃহস্পতিবার ১৪৪ ধারা ভাঙার শপথ নিয়ে রাজ্যে রাজ্যে রাজপথে নেমে এসেছে কয়েক লাখ প্রতিবাদী জনতা। এসময় পুলিশের গুলিতে বেঙ্গালুরু ও লখনৌ রাজ্যে তিনজন নিহত হয়েছেন।

এছাড়াও ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, বৃহস্পতিবার দিল্লিতে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়। এর মধ্যে রয়েছেন বিরোধীদলীয় নেতা ডি রাজা, সীতারাম ইয়েচুরী, নীলোৎপল বসু, বৃন্দা করত, অজয় মাকেন, সন্দ্বীপ দিক্ষিত প্রমুখ।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top