
সেবা ডেস্ক: সবকিছু ঠিক থাকলে আগামী ২০২৫ সাল থেকে শুরু হবে মুরগির মাংস রফতানি। যেকোনো মূল্যে খাতটি থেকে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে।
শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউশনে এক সেমিনারে এ খবর জানান পোল্ট্রিশিল্প সংশ্লিষ্টরা।
তারা বলেন, এজন্য যেসব চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবিলায় উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তারা। এছাড়া চাহিদার চেয়ে যোগান বেড়ে যাওয়ার রফতানির কোনো বিকল্প নেই বলেও জানান।
তবে মাংসের উৎপাদন খরচ কমানো না গেলে আন্তর্জাতিক বাজারে টিকে থাকা মুশকিল। তাই এই খাত থেকে বৈদেশিক মুদ্রা অর্জনে সরকারের হস্তক্ষেপ চান পোল্ট্রিশিল্প উদ্যোক্তারা।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।