
সেবা ডেস্ক: আজকের অনুষ্ঠিত আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে সারাদেশ থেকে আসা নেতাকর্মীর জন্য বিনামূল্যে পানি বিতরণ করছে মানবিক ঢাকা নামে একটি সংগঠন।
শুক্রবার সম্মেলন কেন্দ্রের চারপাশে ছয়টি পিকআপ ভ্যানের মাধ্যমে এ পানি বিতরণ করতে দেখা যায় সংগঠনটির সদস্যদের। দোয়েল চত্বর, টিএসসি ঘুরে দেখা যায়, নেতাকর্মীদের অনেকেই মানবিক ঢাকার পিকআপ থেকে পানি নিচ্ছেন।
রাজশাহী থেকে আসা রিয়াজুল ইসলাম নামের এক নেতা বলেন, সম্মেলনে ঢাকার অনেক দূর দুরন্ত থেকে মানুষ এসেছে। এই উদ্যোগের মাধ্যমে তারা তাদের পিপাসা নিবারণ করছেন। নি:সন্দেহে এটি ভালো উদ্যোগ।
জানা গেছে, মানবিক ঢাকা সোসাইটি বিভিন্ন সময়ে নানা সামাজিক কাজে অংশ নিয়ে থাকে। রাজধানীসহ নানা স্থানে ছিন্নমূলদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, ছোট ছোট সেতু নির্মাণ, খাদ্য ও বস্ত্র বিতরণসহ নানা সামাজিক কাজ করে আসছে। এরই অংশ হিসেবে এই পানি বিতরণ করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।