
সেবা ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তের লেবুতলা এলাকায় ভুট্টাক্ষেত থেকে তরিকুল (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার বিজিবি। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার লেবুতলা সীমান্তের জিরো লাইন থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মন্টুপ্লা মাঠের ভেতর মরদেহটি পাওয়া যায়। নিহত তরিকুল ভৈরবা পাচপোতা এলাকার বিশ্বাস বাড়ির ছেলে।
স্থানীয়রা জানান, তরিকুলসহ কয়েকজন ভারত থেকে গরু আনা-নেয়ার কাজ করতো। ধারণা করা হচ্ছে এমনই কোনো কাজ করার সময় বিএসএফের তাড়া খেয়ে তার মৃত্যু হয়েছে।
ঝিনাইদহ ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল কামরুল আহসান বলেন, কী কারনে তার মৃত্যু হয়েছে বিষয়টি এখনও জানা যায়নি। যেহেতু মরদেহ সীমান্ত এলাকায় পাওয়া গেছে সেহেতু এর পেছনে কারণ থাকতে পারে। সে চোরাকারবারিও হতে পারে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।