
জামালপুর সংবাদদাতা : বাংলাদেশ আওয়ামীলীগের ২১তম কাউন্সিলের নবগঠিত কমিটির সভাপতি শেখ হাসিনা, সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এবং সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ অন্যান্যদের অভিনন্দন জানিয়ে শনিবার বিকাল সাড়ে ৪টায় আনন্দ মিছিল করেছে মেলান্দহ যুবলীগ।
মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে মেলান্দহ বাজার প্রদক্ষিন শেষে শাপলা মার্কেটে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, নাংলা ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক মাফল, আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান, শ্রমিকলীগের সহ-সভাপতি শেখ আমিনুল ইসলাম, যুবলীগ সভাপতি ইব্রাহীম খলিলুল্লাহ্, সাধারন সম্পাদক শাহীন বাঘা, পৌর যুবলীগের আহবায়ক ফরিদুর ইসলাম ফরহাদ, তাতীলীগের যুগ্ম আহবায়ক ইউসুফ আলী মাস্টার, উপজেলা ছাত্রলীগের আল আমিন প্রমুখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।