
রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিরিঞ্জ, অক্সিজেন, ফেরাস সালফেট ও ভায়োডিন সলিউশন নামে অ্যান্টিসেপটিক দ্রবণ এবং কলেরা স্যালাইনসহ নানা ধরণের ঔষধ সংকট সৃষ্ঠি হয়েছে। ফলে বিনামুল্যের ঔষধ না পেয়ে বাইরে থেকে ঔধষ কিনতে হচ্ছে রোগীদের। এতে চিকিৎসাসেবা চরম ভাবে ব্যাহত হচ্ছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, প্যারাসিটামল পর্যন্ত সরবরাহ নেই এ হাসপাতালে। এতে করে সাধারণ রোগীদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি সাড়ে তিন লাখ মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার একমাত্র ভরসা। এ স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হিঃবিভাগ ও আন্তঃবিভাগে দৈনিক গড়ে প্রায় ৪০০ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহন করে। সরকারি বরাদ্দকৃত প্রায় ৪০ প্রকার ঔষধ দিয়ে প্রতিদিন রোগীদের চিকিৎসা প্রদান করা হয়।
কিন্ত প্রায় এক মাস ধরে সিরিঞ্জ, অক্সিজেন, ভায়োডিন সলিউশন ও ফেরাস সালফেট নামে অ্যান্টিসেপটিক দ্রবণ, সেফট্রিয়াক্সোন ইনজেকশন, প্যারাসিটামল ট্যাবলেট, মেট্রোনিডাজল ট্যাবলেট, হাইসোমাইড ট্যাবলেট ও কলেরা স্যালাইন সংকট সৃষ্টি হয়েছে। এসব ঔষধ সংকট সৃষ্টি হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের চিকিৎসাসেবা চরম ভাবে ব্যাহত হচ্ছে।
এদিকে কয়েকদিন ধরে প্রচন্ড শৈত্য প্রবাহ শুরু হয়েছে। ফলে ঠান্ডাজনিত রোগ ডায়রিয়া, নিউমোনিয়া, পেটের পিড়া ও শ্বাসকষ্ট রোগ বেড়ে গেছে। বিশেষ করে শিশু ও বয়ষ্ক মানুষের ঠান্ডাজনিত রোগ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন ডাইরিয়া, ভাইরাস জ্বার, সর্দি, কাশি, এজমাসহ বিভিন্ন উপসর্গে আক্রান্ত হয়ে রোগীরা চিকিৎসা নিতে আসছেন।
কিন্ত প্রয়োজনীয় ঔষধ না পেয়ে হতদরিদ্র রোগীরা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিনা চিকিৎসায় বাড়ি ফিরে যাচ্ছে। যাদের সামর্থ্য আছে তারা বাইরের দোকান থেকে ঔষধ কিনে নিচ্ছন। বিশেষ করে কলেরা স্যালাইন অভাবে ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা চরম দূর্ভোগে পড়েছেন।
ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুল হাছিব বলেন, ঔষধ সংকটের কারণে রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় ঔষধের চাহিদাপত্র জেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে। এছাড়া অক্সিজেন, সিরিঞ্জ ও দ্রবণের চাহিদা পত্র পাঠানো হয়েছে। এ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তার সাথে বার বার আলোচনা করেও কোন কাজ হচ্ছে না।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।