
রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় ওরস মাহফিল এলাকায় আসর বসিয়ে মাদক দ্রব্য সেবনের অভিযোগে ২০ মাদকাসক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বাটিকাবাড়ি গ্রামবাসির আয়োজনে বুধবার সন্ধ্যায় ওরস মাহফিল অনুষ্ঠিত হয়। ওই ওরস মাহফিল এলাকায় গোলাম রব্বানীর বাড়িতে মাদকসেবীরা একত্রিত হয়ে মাদক সেবন করতে থাকে। সংবাদ পেয়ে ধুনট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক দ্রব্য সেবনের আসর থেকে ২০ মাদকাসক্তকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো, ধুনট উপজেলার চান্দিয়ার গ্রামের করিম শেখের ছেলে মজনু শেখ (৪০), আব্দুস সামাদের ছেলে রানা সরকার (২৫), শুকুর আলীর ছেলে আনোয়ারুল (২০), হযরত মন্ডলের ছেলে ইউসুফ (৫০), চালাপাড়া গ্রামের মনোয়ার শেখের ছেলে সেলিম শেখ (২৫), সামসুদ্দিনের ছেলে মোস্তফা কামাল (২৭), দুদু প্রামানিকের ছেলে জহুরুল প্রামানিক (৩৪), সবুর প্রামানিকের ছেলে রেজাউল করিম (৩৫), বুলু মন্ডলের ছেলে মোস্তফা মন্ডল (৩০), আবেদ আলীর ছেলে ফারাইজুল ইসলাম (৫৫), পাঁচথুপী গ্রামের আবু সালেহ তালুকদারের ছেলে রাশেদুর রহমান (৩০), পীরহাটি গ্রামের ইউনুস মন্ডলের ছেলে আকুল মন্ডল (২১), থেউকান্দি গ্রামের সামছু শেখের ছেলে বদিউজ্জামান (৪০), দিগলকান্দি গ্রামের সুরমান আলী ছেলে বেলাল হোসেন (৪০), চৌকিবাড়ি গ্রামের আব্দুল্লাহ মন্ডলের ছেলে মোশারফ (৪০), বহালগাছা গ্রামের জনাব খানের ছেলে মোশারফ (৪০), ইসমাইল শেখের ছেলে হিরণ শেখ (২০), বিলকাজুলী দক্ষিণপাড়ার মনছের শেখের ছেলে সাজেদুল ইসলাম (৩০), শেরপুর উপজেলার চকধলী গ্রামের সালাম আকন্দের ছেলে সেলিম (৩৫), কাজিপুর উপজেলার হাটশিরা গ্রামের আয়নাল হকের ছেলে ফরিদুল ইসলাম(৪০)।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামীদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।