রৌমারী উপজেলাকে নিরক্ষর মুক্ত ঘোষনা করা হবে: প্রতিমন্ত্রী

S M Ashraful Azom
0
রৌমারী উপজেলাকে নিরক্ষর মুক্ত ঘোষনা করা হবে প্রতিমন্ত্রী
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ব্রহ্মপুত্র নদের পূর্বপাড় অবস্থিত রৌমারী উপজেলাকে নিরক্ষর মুক্ত করা হবে। মুজিব বর্ষ উপলক্ষে উপজেলার ২১ হাজার ৬’শ নিরক্ষরকে ৩’শ ৬০টি শিক্ষন কেন্দ্রের মাধ্যমে নিরক্ষর মুক্ত করব।

১৬ জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কুড়িগ্রামের আয়োজনে সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট কুড়িগ্রাম(সিএসডিকে) সংস্থার বাস্তবায়নে মৌলিক স্বাক্ষরতা প্রকল্প (৬৪জেলা)’র আওতায় ৫দিন ব্যাপি শিক্ষক, সুপারভাইজারদের বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠানে ঐসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মো. জাকির হোসেন এমপি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়াম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান, সিএসডিকে’র নির্বাহী পরিচালক মো. আবু হানিফ, জেলা উপানুষ্ঠানিক ব্যুরো’র সহকারী পরিচালক মো. মোশফিকুর রহমান, রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইনাম, উপজেলা প্রোগ্রাম অফিসার মো. আনিসুর রহমান, সিএসডিকে’র সহকারী নির্বাহী পরিচালক মো. আমির হোসেন প্রমূখ।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top