“চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা নিরাপদে আছে”

S M Ashraful Azom
0
“চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা নিরাপদে আছে”
সেবা ডেস্ক: চীনের উহান শহরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা নিরাপদ এবং সুস্থ আছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, নিউমোনিয়া সদৃশ প্রাণঘাতি করোনা ভাইরাসে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি শিক্ষার্থী আক্রান্ত হননি।

শনিবার এক বার্তায় এসব তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

চীনের উহান শহরে প্রথমে দেখা দেয়া নিউমোনিয়া সদৃশ প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। চীনে একদিনের ব্যবধানে মৃতের সংখ্যাও ২৬ থেকে বেড়ে ৪১ হয়েছে।

বার্তায় জানানো হয়, চীনের উহানে বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশের বেইজিং মিশন সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। পাশাপাশি যে কোনো সমস্যা মোকাবিলার জন্য বেইজিং মিশন চব্বিশ ঘণ্টাব্যাপী হটলাইন সেবা চালু করেছে। উহানের বাংলাদেশি যেকোনো ভুক্তভোগীকে +৮৬১৭৮০১১১৬০০৫ এই নম্বরে যোগাযোগের পরামর্শ দেয়া হয়।

এদিকে এক বার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, দূতাবাসে হটলাইন খোলার পাশাপাশি উইচ্যাট গ্রুপ খোলা হয়েছে।

দূতাবাসের কর্মকর্তা খায়রুল বাসার এবং আসিফ বাংলাদেশিদের করা ২৪৫ সদস্যের উইচ্যাট গ্রুপে অন্তর্ভুক্ত হয়েছেন। বিশেষ করে উহান শহরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার কাউকেই বাসা থেকে বের হতে দিচ্ছে না।

এই অবস্থায় বিচলিত না হয়ে সরকারি নির্দেশ মেনে চলার জন্য সবাইকে বলা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top