৯৯৯ ইউনিট ৫০ লাখ অভিযোগ সমাধান করেছে: পুলিশ মহাপরিদর্শক

S M Ashraful Azom
0
৯৯৯ ইউনিট ৫০ লাখ অভিযোগ সমাধান করেছে পুলিশ মহাপরিদর্শক
সেবা ডেস্ক: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, জরুরি সেবা ৯৯৯ নম্বরে এ পর্যন্ত দুই কোটি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে পুলিশ ৫০ লাখ অভিযোগ সমাধান করতে পেরেছে।

শনিবার বিকেলে মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতযোগিতার পুরষ্কার বিতরণ শেষে এসব কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশ চায় মানুষকে সেবা দিতে, সাহায্য করতে। পুলিশকে মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গায় নিয়ে যেতে চাই। পুলিশকে জনবান্ধব করে তুলতে সব পদক্ষেপ নেয়া হচ্ছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বহাল রয়েছে উল্লেখ জাবেদ পাটোয়ারী বলেন, পুলিশের মধ্যে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। ভবিষ্যতে কোনো পুলিশে সদস্যের মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা থাকলে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, যারা মাদক ব্যবসা পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরতে চায় তাদের সুযোগ দেয়া হবে। যারা মাদক ব্যবসায় জড়িত, তারা যত শক্তিশালীই হোক আইনের আওতায় আসতেই হবে। মাদক ব্যবসায়ীরা আত্মসমর্পণ না করলে তাদের জন্য ভয়ানক দিন অপেক্ষা করছে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আইজিপি আরো বলেন, থানাকে মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গায় নিয়ে যেতে চাই। স্বপ্নের পুলিশ উপহার দিতে চাই।

জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান বিপিএম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানসহ আরো অনেকে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top