বাঁশখালীতে র‌্যাবের সঙ্গে গুলিবিনিময়ে ১ জলদস্যু নিহত

S M Ashraful Azom
0
বাঁশখালীতে র‌্যাবের সঙ্গে গুলিবিনিময়ে ১ জলদস্যু নিহত
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭)-এর সঙ্গে বন্দুকযুদ্ধে মোরশেদ আলম (৩৫) নামে একজন চিহ্নিত অস্ত্রধারী জলদস্যু নিহত হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) রাত ১২ টা ২০ মিনিটের সময় (শনিবার দিবাগত রাত) বাঁশখালী থানাধীন বাণীগ্রাম লটমণি পাহাড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একদল ডাকাতের সঙ্গে র‍্যাব-৭ এর টহলদলের সাথে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ডাকাত মোরশেদ নিহত হয়।

র্যাব-৭ এর অফিসসূত্রে জানা যায়, বাণীগ্রামে র্যাব-৭'র একটি টহলদল ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ডাকাতির প্রস্তুতিকালে ওই ডাকাতদলের সাথে গুলিবিনিময় হয়। এ সময় কুখ্যাত ডাকাত মোরশেদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ চারটি আগ্নেয়াস্ত্র, ১৯ রাউন্ড গুলি এবং তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহত মোরশেদ আলম একই উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ২নং ওয়ার্ডের মৃত সিদ্দিক আহমদের ছেলে। চাঞ্চল্যকর ৩১ জেলে হত্যা মামলা, প্রকাশ্য দিবালোকে বুজরুজ মেহের হত্যার প্রধান আসামী, আরোও বেশ কয়েকটি খুন, খুনসহ ডাকাতি, ডাকাতি, চাঁদাবাজিসহ দুই ডজনেরও অধিক মামলার আসামী ছিলেন তিনি।

এ ঘটনায় চাম্বলের জনমনে স্বস্থি বিরাজ করছে। স্থানীয়দের অনেকে বলেন, সে একজন ভুমিদস্যুও ছিল। অবৈধভাবে জায়গা দখল করে দোকানপাট বেঁধে লক্ষ লক্ষ টাকার সালামী গ্রহণ করে। এদের বিরাট একটা সিন্ডিকেট দীর্ঘদিন থেকে ডাকাতি করে যাচ্ছে। ভূমি দখল, গাছ কর্তনসহ নানা অপরাধ কর্মে তাদের রামরাজত্ব ছিল।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top