![]() |
মৃত মুক্তিযোদ্ধা সিরাজুল হক স্ত্রী আছমা বেওয়া ও তার পরিবার |
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় মুক্তিযোদ্ধার দ্বিতীয় স্ত্রী দাবী করে মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলনের জন্য নতুন ভাতা বই করার পায়তারা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
জানা যায়,উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কালপানি গ্রামের মৃতঃ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মৃত্যুর পর তার স্ত্রী মোছাঃ আছমা বেওয়া মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে সমাজসেবা অফিস থেকে সন্মানি ভাতাদি গ্রহন করে আসছেন।
এ টাকা দিয়ে পাঁচ মেয়ে ও এক ছেলেকে নিয়ে কোনোমতে সংসার চালাচ্ছেন তিনি। বর্তমানে স্বার্থনেষী মহলের চক্রান্তে মুক্তিনগর ইউনিয়নের কুখাতাইড় গ্রামের মৃতঃ মকবুল হোসেন এর মেয়ে মোছাঃ মাজেদা বেগম দ্বিতীয় স্ত্রী দাবী করেন।
চেয়ারম্যান তদন্ত সাপেক্ষে দ্বিতীয় স্ত্রী হিসেবে ওয়ারিশ সনদ বাতিলের লক্ষে প্রত্যয়ন দেয় আছমা বেওয়াকে। মাজেদা পরে গাইবান্ধা সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন যার নং ১১/১৮। উক্ত মামলা দ্বিতীয় স্ত্রী প্রমানিত না হওয়ায় আছমা বেওয়ার পক্ষে রায় হয় এবং মামলা খারিজ হয়। মামলার পরাজয় জেনে তৈরী কাগজপএাদি সাঘাটা সমাজসেবা অফিসে জমা দিয়ে নতুন ভাতা বই করার পায়তারা চালাচ্ছেন। এদিকে গত ১৩/১১/১৯ ইং তারিখে, মোছাঃ আছমা বেওয়া নতুন ভাতা বই বন্ধ করণ প্রসঙ্গে সমাজ সেবা অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন।
সমাজ সেবা অফিসার আবু মোহাম্মদ সুফিয়ান এ বিষয়ে সাংবাদিকদের বলেন, উভয়ের কাগজপএাদি দেখে বিষয়টি সুরাহা করা হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।