
সেবা ডেস্ক: গণ চীনে ক্রমেই মহামারী আকার ধারণ করছে প্রাণঘাতী করোনা ভাইরাস। দেশটির মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশ থেকে ছড়ানো এই ভাইরাসটির কারণে এরইমধ্যে সেখানে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় এক হাজারে।
আশঙ্কার কথা হচ্ছে এটি শুধু চীনের মধ্যেই সীমাবদ্ধ নেই, এরইমধ্যে এটি ছড়িয়ে পড়েছে বিশ্বের আরো বেশ কিছু দেশে। সবচেয়ে বড় দুঃসংবাদ হলো এখন পর্যন্ত এর কোনো কার্যকরী প্রতিষেধক আবিষ্কার হয়নি।
এদিকে উদ্ভুত পরিস্থিতিতে বড় আশঙ্কার কথা জানিয়েছে মার্কিন বিশেষজ্ঞরা। তারা ভবিষ্যদ্বাণী করে জানিয়েছিলেন, নতুন এক ধরনের করোনা ভাইরাসে লাখ লাখ মানুষ মারা যেতে পারে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সম্পর্কিত বিখ্যাত গবেষণা কেন্দ্র জন হপকিন্স সেন্টার ফর হেলথ সিকিউরিটি’র বিশেষজ্ঞদের সতর্কতার মাত্র তিন মাস পর গত বছরের ৩১ ডিসেম্বর হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম করোনা ভাইরাসের প্রকোপ শুরু হয়।
সেখানে বন্যপ্রাণী কেনাবেচার একটি অবৈধ বাজার থেকে রোগ ছড়িয়েছে বলে ধারণা করা হয়।
এরপরই নিউমোনিয়া সদৃশ এ প্রাণঘাতী ভাইরাস দেশজুড়ে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়ে চীনের বাইরেও।
চীনা কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, এখন পর্যন্ত অতি সংক্রামক ভাইরাসটি চীনের ৪১ জনের প্রাণ কেড়ে নিয়েছে। নতুন আক্রান্ত হয়েছে প্রায় এক হাজার।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।