
রফিকুল আলম,ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনটে উপজেলা পর্যায়ে দিনব্যাপী আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৫টার দিকে ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা।
ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাকছুদার রহমান, আশরাফুল আলম, আমিনুল ইসলাম, রুহুল আমিন, রঞ্জন কুমার, ধুনট উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, পারলক্ষীপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবনে সউদ জনি ও চরখুকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস প্রমুখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।