২৫ জানুয়ারি থেকে সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ শিক্ষামন্ত্রীর

S M Ashraful Azom
0
২৫ জানুয়ারি থেকে সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ শিক্ষামন্ত্রীর
সেবা ডেস্ক: এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আগামী ২৫ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাস দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কিছু অস্বাদু প্রতিষ্ঠান কোচিংয়ের নামে প্রশ্নফাঁস করার অপচেষ্টা থেকে শুরু করে নকল সরবরাহসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত প্রমাণিত হওয়ায় এ পদক্ষেপ নিতে হচ্ছে। সে কারণে দেখা যায়, যারা এসবের সঙ্গে জড়িত নয় তারাও এরমধ্যে চলে আসছে।

বিষয়টির ব্যাখ্যা করে তিনি বলেন, দেশে অনেক রকম কোচিং সেন্টার রয়েছে। ও-লেভেল এবং এ-লেভেলের যারা পরীক্ষা দেন তাদের জন্য কোচিং সেন্টার আছে। এছাড়া ইংরেজি শেখার জন্য, বিসিএস ও বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য কোচিং সেন্টার আছে। এগুলো যদি একেবারে আলাদা-আলাদা প্রতিষ্ঠান হত তাহলে বন্ধ করাটা অনেক সহজ হত। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, একই ছাদের নিচে একই প্রতিষ্ঠানের নানারকম কোচিং হয়।

তাই কারা-কারা অপকর্মের সঙ্গে জড়িত থাকছে তা আলাদা করার কোনো সুযোগ থাকে না উল্লেখ করে দীপু মনি বলেন, একই ছাদের নিচে সব রকমের কোচিং চলে। সে কারণেই বাধ্য হয়ে এই এক মাস সব কোচিং বন্ধ রাখতে হচ্ছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top