
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে টেকসই উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা ২৭ জানুয়ারী উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-জেলা প্রশাসক মো. এনামুল হক, সার্কেল এএসপি ছামিউল আলম, উপজেলা ভূমি কমিশনার মাহমুদা বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ আব্দুল মান্নান, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুজা, বনিক সমিতির সভাপতি আলহাজ কিসমত পাশা, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা শাহ্ জামাল প্রমুখ।
সভায় সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেট্রিনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।