
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: ‘শেখ হাসিনার দিন বদলে, সমাজসেবা এগিয়ে চলে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত ২০ জানুয়ারী হতে ২৬ জানুয়ারী তারিখ পর্যন্ত কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ৬টি ইউনিয়নে যাছাই বাছাই কমিটির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহর সভাপতিত্বে উন্মুক্ত ভাবে সমাজ সেবা অফিস কর্তৃক আয়োজিত ২০১৯-২০ অর্থ বছরের বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্ত ভাতা ও অস্বচ্ছল প্রতিবন্ধিদের জন্য ৩’শ ৫১ জনের তালিকা প্রণয়ন করা হয়েছে।
ব্যাপক প্রচারের মাধ্যমে উপজেলার প্রতিটি ইউনিয়নের নির্ধারিত স্থানে শতশত নারী ও পুরুষ উপস্থিত হলেও নেওয়া হয়েছে প্রতিটি ইউনিয়নে ৪৭ থেকে ৭০ জন সুবিধাভোগীকে। তুলনামূলক অনুযায়ী মাঠ পর্যায়ের জরিপে চাহিদা অপ্রতুল্য।
পর্যায়ক্রমে ৬৫ পুরুষ ও ৬২ বছরের উর্দ্ধে নারীদের যাছাই-বাছাইয়ের কার্যক্রম চলছে। তবে সরকারের দেওয়া নির্ধারিত চাহিদা অনুযায়ী আরোও অনেক নারী ও পুরুষ বাদ পড়বেন। পরবর্তীতে এই প্রকল্পের আওতায় বাদ পরাদের তালিকা প্রণয়ন করা হবে।
বয়স্ক নারী ও পুরুষ যাচাই-বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি মাধ্যমিক সুপারভাইজার মুক্তার হোসেন, উপজেলার স্ব-স্ব ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।