
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে নিরাপদ মান সম্পন্ন অভিবাসন নিশ্চিতকল্পে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষে প্রচার প্রেস বিফ্রিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ । কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, “ যিনি যে দেশে যেতে চান সেই দেশের কৃষ্টি কালচার সম্পর্কে জেনে গেলে মানিয়ে নিতে সহজ হয়। সেইসাথে সে দেশের ভাষার উপর দক্ষতা অর্জন অনেক জরুরী। কারণ বিদেশে সার্টিফিকেট দেখে নয় দক্ষতার উপর বেতনভাতা ও সম্মান নির্ভর করে। এসময় প্রধান অতিথি উদাহরণ টেনে বলেন শ্রীলংকা আমাদের চেয়ে আয়তনে এবং লোক সংখ্যায় ছোট দেশ অথচ দক্ষতার কারণে ওরা আমাদের চেয়ে বেশি রেমিটেন্স পাচ্ছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব খলিলুর রহমান সিরাজী, জেলা কর্মসংস্থান ব্যুরো’র সহকারি পরিচালক আনোয়ার হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন সাকার ও কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম লুৎফর রহমান বক্তব্য রাখেন। সেমিনারে জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপজেলায় কর্মরত নানা দপ্তরের অফিসারগণ অংশ নেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।