সফল প্রতিবন্ধী যুগলের বৌভাতে ৮০০ প্রতিবন্ধী

S M Ashraful Azom
0
সফল প্রতিবন্ধী যুগলের বৌভাতে ৮০০ প্রতিবন্ধী
সেবা ডেস্ক: ছোটকাল থেকেই তোতা পাখির মতো অনর্গল কথা বলতেন জান্নাতুল ফেরদৌস কিং। কিন্তু জন্মের পঞ্চম বছরে পদার্পণ করার আগেই তিনি টাইফয়েডে আক্রান্ত হন। এর ছয় মাসের মাথায় তার জবান চিরদিনের মতো বন্ধ হয়ে যায়। আর বাকপ্রতিবন্ধী হয়েই জন্মগ্রহণ করেন জহিরুল ইসলাম। তবে তিনি মেধার জোরে চাঁদপুর থেকে এইচএসসি পাস করেন। গাজীপুরের কোনাবাড়িতে কেয়া কসমেটিক্স কারখানায় তিনি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত। গত বুধবার কোনাবাড়ির জরুন এলাকায় মহা ধুমধামে এ দু'জনের বৌভাতের অনুষ্ঠান হয়ে গেল।

অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে বাকপ্রতিবন্ধী যুগলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে সাড়ে আটশ' বাকপ্রতিবন্ধী যোগ দেন। শুধু তাই নয়, কেয়া কসমেটিক্সের পরিচালক, কাউন্সিলরসহ আরও তিন শতাধিক অতিথি এ অনুষ্ঠানে আপ্যায়িত হন।

এ আয়োজনের পুরো দায়িত্বেও ছিলেন বাকপ্রতিবন্ধীরা। খাবার রান্না থেকে শুরু করে টেবিলে পরিবেশনসহ সব ধরনের কাজ তারাই করেছেন বলে বরের বড় ভাই কামরুল ইসলাম জানান।

জান্নাতুল ফেরদৌসের মা রেহেনা আক্তার পুতুল জানান, বাকপ্রতিবন্ধীদের সংগঠনের মাধ্যমে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার আদর্শ গ্রামে গিয়ে বরপক্ষের লোকজন আমার মেয়েকে পছন্দ করে বিয়ের প্রস্তাব দেন। আমাদের গ্রামের বাড়িতেই তাদের বিয়ে হয়েছে। বরের বাড়ি চাঁদপুরে হওয়ায় বরপক্ষ গাজীপুরের কোনাবাড়িতে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করে।

বর জহিরুল ইসলামের বড় ভাই কামরুল ইসলাম জানান, বাকপ্রতিবন্ধী হয়ে জন্মালেও আমার ভাইকে কখনও বোঝা মনে করিনি। তাকে মানুষ করেছি। আজ কেয়া কসমেটিক্স কারখানায় ভালো বেতনে প্রশাসনিক কর্মকর্তার পদে চাকরি করছেন।

কোনাবাড়ি থানার ওসি (তদন্ত) কলিন্দ নাথ জানান, হাজারের বেশি মানুষের আয়োজন। কিন্তু কোথাও কোনো শব্দ নেই। হৈচৈবিহীন এ এক অন্যরকম বৌভাত। দোয়া করি এ যুগল সুখী হোক।

৭নং ওয়ার্ড কাউন্সিলর কাওসার আহম্মদ জানান, বাকপ্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। এ অনুষ্ঠানের মাধ্যমে সমাজের সুস্থ ও সবল মানুষরা নতুন কিছু শেখার সুযোগ পেল। বর জহিরুল ও কনে জান্নাতুল ফেরদৌস কিং হাতের ইশারায় বোঝাতে চেষ্টা করেন, তাদের সংসার কথা বলতে সক্ষম মানুষদের চেয়েও সুখী হবে। তারা সবার কাছে হাতের ইঙ্গিতে দোয়া প্রার্থনা করেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top