
সেবা ডেস্ক: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানের লাহোরের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টাইগাররা। আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হবে দু'দলের টি-টোয়েন্টি সিরিজ।
রাত ৮টায় বাংলাদেশ বিমানের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ ‘মেঘদূত’- এ করে পাকিস্তানের উদ্দেশে উড়াল দিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ। ১৫ খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা এবং সাংবাদিকসহ সব মিলিয়ে প্রায় ৩৫ জন আছেন এই বহরে। বিমানটি সরাসরি লাহোরে অবতরণ করবে।
দেশ ছাড়ার আগে ওপেনার নাজমুল হোসেন শান্ত বলেন, দেশের মানুষ সবসময় আমাদের সমর্থন করেন। এই প্রত্যাশাই থাকবে যে সবাই সমর্থন রাখবেন। ভালো সময়-খারাপ সময় সবসময়ই পাশে থাকবেন। নিরাপত্তা নিয়ে ভাবছি না, খেলাতেই মনোযোগ রাখছি।
আগামী ২৪ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। এরপর ২৫ জানুয়ারি দ্বিতীয় ও ২৭ জানুয়ারি তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।