
সেবা ডেস্ক: দীর্ঘ আট বছর পর খুতবাসহ জুমার নামাজ পড়ালেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি।
নামাজের আগে দেয়া খুতবায় তিনি দখলদার ইসরায়েলকে একটি ক্যান্সারের টিউমার বলে আখ্যায়িত করেন। এমনকি কেউ দেশটির বিরোধিতা করলে তাকে সহায়তা করার ঘোষণা দেন। এছাড়া তিনি ইরানের পারমাণবিক কর্মসূচিতে মার্কিন হামলা হলে ১০ বারের বেশি ধ্বংসের হুমকি দেন যুক্তরাষ্ট্রকে।
জুমার নামাজ পড়তে আসা মুসল্লিদের হাতে হাতে ইরানি জেনারেল সোলাইমানি ও ইরাকি কমান্ডার আবু মাহদি আল মোহানদেসের ছবি শোভা পাচ্ছিল। এসময় অনেকেই আমেরিকা ও ইসরাইলের পতাকায় আগুন দিয়েছেন। এর আগে সর্বোচ্চ নেতা নামাজ পড়াবেন এ তথ্য জানতে পেরে আজ শুক্রবার বিপুল সংখ্যক মানুষ সেখানে উপস্থিত হন।
গত ৩ জানুয়ারী বাগদাদের বিমানবন্দরে জেনারেল কাশেম সোলাইমানির গাড়িবহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। এ হত্যাকাণ্ডের কঠিন প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছিলেন খামেনি। এ হত্যাকাণ্ডের কঠিন প্রতিশোধ নেয়ার জন্য ইরান বিপুলভাবে ঐক্যবদ্ধ হয়ে গত ৮ জানুয়ারি ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
ওই হামলার প্রশংসা করে খামেনি বলেন, উদ্ধত শক্তির মুখে থাপ্পর দেয়ার শক্তি ইরানের রয়েছে। এতে বোঝা যাচ্ছে, আল্লাহ আমাদের সহায়।
তবে ওই দিনই তেহরানে ‘ভুলবশত’ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের একটি বিমান ভূপাতিত হওয়ার পর দেশটিতে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে। মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অর্থনৈতিক মন্দায় ব্যাপক চাপে রয়েছে ইরানের সরকার।
বুধবার জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরানে মতানৈক্যের বিরল দৃষ্টান্তের মধ্যেই কীভাবে বিমানটি ভূপাতিত হয়েছে তার পূর্ণ বিবরণ দিতে সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন রুহানি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।