
সেবা ডেস্ক: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে দেশি-বিদেশি মদ, বিয়ার ও ইয়াবাসহ ১৭ জনকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ২৪২ লিটার দেশীয় চোলাই মদ, ১০ লিটার বিদেশি মদ, ৭ বোতল মদ, ১৮ ক্যান বিয়ার, ৪টি মোবাইল এবং নগদ ৩ লাখ ৮ হাজার টাকা জব্দ করা হয়।
আটকরা হলো- বাবুল (৫৩), মো জুয়েল (৩২), মো. ওবিল (২৬), মো. সোহেল (২৬), মো. আব্দুর রহিম (৫০), মো. রিপন (৩২), মো. সুমন (২৩), মো. রাজিব (২৩), মো. ফালান (২৪), সাগর বর্মন (৫২), ইমন হোসেন (১৯), মো. সাজ্জাদ হোসেন (২৪), হাফিজা (৩৪), মো. সেলিম (২৮), মো. শমসের হোসেন (২৪), মো. আশিক (২৪) ও মো. রিফাত (২৬)।
র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার বিকেল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।