কুতুবদিয়া যাওয়ার পথে ট্রলারডুবিতে নিহত ১

S M Ashraful Azom
0
কুতুবদিয়া যাওয়ার পথে ট্রলারডুবিতে নিহত ১
শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা: কক্সবাজারের কুতুবদিয়ায় আল্লামা শাহ্ আব্দুল মালেক শাহ আল কুতুবীর বার্ষিক ওরশে যাওয়ার পথে যাত্রীবোঝাই একটি ট্রলার উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে বাঁশখালী চুনতি বাজারের দক্ষিন পাশে জলকদর খালে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা যায়, চট্টগ্রামের বাঁশখালী থেকে ছেড়ে আসা ওই ট্রলারে প্রায় ১২০ জনের মতো যাত্রী ছিল। এতে ট্রলার ডুবিতে একজন নিহত হয়।

এ ঘটনায় কাথরিয়া ইউনিয়নের দক্ষিন বাগমারা এলাকার ছমিয়া বাপের বাড়ীর মৃত রৌশনুজ্জানের পুত্র ওমান প্রবাসী মু. আক্কাছ (২৯) এর মৃত্যু হয়। এতে আহত হয় অন্তত প্রায় ২৫ জন।

স্থানীয়দের দাবী, এতে নিখোঁজ হয় কাথরিয়া দক্ষিণ বাগমারা ১নং ওয়ার্ডের আইদ্যারখীল এলাকার আমান উল্লাহর পুত্র মু. মিনহাজ (১০)।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাঁশখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন বৈষ্ণ বলেন- এখনো আমাদের ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা চলছে। এখন পর্যন্ত ১ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার ইসতায়াক খালেদ জানান, আক্কাছকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে বাঁশখালী চুনতি বাজারের দক্ষিন পাশে জলকদর খালে ট্রলারডুবিতে আক্কাস নামের এক যুবকের মৃত্যুর খবর নিশ্চিৎ করেছেন বাঁশখালী থানা পুলিশের অফিসার ইনচার্জ মু. রেজাউল করিম মজুমদার।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top