
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে ডাকাতকে আটক করেছে পুলিশ।
ডাকাতি করে পালানোর সময় পৌর এলাকার টাবুর চর থেকে ইসলামপুর গ্রামের শ্রী রাখাল এর পুত্র রাজন(২০) ও কিসামত জাল্লা গ্রামের আবুল হোসেনের পুত্র রবিন মিয়া(২৫) দুই ডাকাত কে ধাওয়ায় করে আটক করেছে এলাকাবাসী। পরে তাদের কে পুলিশে সোপর্দ করা হয়।
জানা গেছে, মঙ্গলবার রাত ১০টায় দিকে ইসলামপুর দেওয়ানগঞ্জ সড়কের মোশারফগঞ্জ নেংটিখালী ব্রীজের পার্শে জাকির হোসেন নামের একব্যাক্তির মটর সাইকেল গতিরোধ করে। ডাকাত দল তার নিকট থেকে একটি মোবাইল ছিনিয়ে নিয়ে পালানোর চেস্টা করে।
জাকির হোসেনের চিৎকারে আশপাশের লোকজন তাদের ধাওয়া করে আটক করে পুলিশে সোপর্দ হাতে তুলে দেয়। পুলিশ জানায়- উপজেলার বাহাদুর পুর গ্রামের হবিবর রহমানের পুত্র সুজন মিয়া ও পৌর এলাকা মোজাজাল্লা গ্রামের শাহিন মিয়ার পুত্র সাদিক হোসেন তাদের সহযোগী ছিল। ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান- এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।