
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরে বিভিন্ন জাতিসত্তার ভাষা সংরক্ষণ, পাঠ্যপুস্তক প্রণয়ন এবং নিজস্ব ভাষার শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১৯ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নাগরিক সংগঠন জনউদ্যোগ এ মানববন্ধনের আয়োজন করে।
জন উদ্যোগ সদস্য সচিব হাকিম বাবুলের সঞ্চালনায় এসময় গারো, কোচ, হাজং, বর্মন, হদি সম্প্রদায়সহ বিভিন্ন জাতিসত্তার নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। মানবন্ধনে বক্তারা বিভিন্ন জাতিসত্তার নিজস্ব ভাষা সংরক্ষণে দ্রুত পাঠ্যপুস্তক প্রণয়নসহ নিজ নিজ ভাষার শিক্ষক নিয়োগে সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহবান জানান।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।