
জামালপুর সংবাদাদাতা : জামালপুরের মেলান্দহ বাজার গণিশাহ মাজার এলাকায় অভিযান চালিয়ে ১২ গাঁজারুকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলো পুড়ারচরের ফজল মিয়া (৩৮), আলমগীর হোসেন (৪০), বিল্লাল হোসেন (৪৮), জামালপুর সর্দারপাড়ার উজ্জল শেখ (৩৯), নাগেরপাড়ার নবীনুর (৩৪), চাঁন মিয়া (৪৪), নাথপাড়ার সুজন দাস (৩২), দিঘলবাড়ির সেলিম (৪৬), কাজিরপাড়ার জুয়েল (৪৪), কামদেববাড়ির হাবিজুর (৪৩), কাঙ্গালকুর্শার লালু শেখ (৪৫), ও সরুলিয়ার আহাম্মদ আলী (৫০)।
র্যাব-১৪ সূত্রে জানা গেছে, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ২৪ ফেব্রæয়ারি দুপুরে র্যাবের কোম্পানী কমান্ডার (এসপি) তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে অভিযান চালায়। এ সময় প্রায় আধা কেজি গাঁজা এবং গাঁজা সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও তামিম আল ইয়ামীন তাদেরকে ৩দিনের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।