
একুশে ফেব্রুয়ারি তুমি কি?
মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ)
হে মহান একুশে ফেব্রুয়ারি তুমি কি?
তুমি ছিলে কি স্বাধীন?
না বিনিময় রক্ত রীণ?
তুমি কি কুমারী রাজকন্যা?
না কোন রক্ত স্রোতের বন্যা?
তোমায় কি পাওয়া সাদরে?
না-কি জ্যৈষ্ঠের খড়ায় চাদরে?
তোমায় কি পাওয়া একগোত্রে?
না-কি বিশাল রণক্ষেত্রে?
হে মহান একুশে ফেব্রুয়ারি তুমি কি?
তুমি কি জীবনের লক্ষ্য?
না স্বাধীনতার বৃক্ষ?
তুমি কি শিশুর মতই ঘুমন্ত?
না-কি কোন আকিঞ্চন ক্ষ্যান্ত?
তুমি কি মায়ের আঁচল?
না-কি মুমূর্ষু এর চক্ষু জল?
তুমি কি পথিকৃৎ সূলভ?
সা রক্তক্ষরণ দূর্লভ?
হে মহান একুশে ফেব্রুয়ারি তুমি কি?
তুমিই কি নিশীথের তারা?
না-কি নশ্বর সর্বহারা?
তুমিই কি প্রথম স্বাধীনতার উপ্ত?
না-কি চশম খোরদের গুপ্ত?
তুমি কি রমণীর হাতের বালা?
না-কি ছেলের হাতের কলা?
তুমি কি স্বাধীনতার বরণ ঢালা?
না-কি ক্ষণস্থায়ী মরণ জ্বালা?
হে মহান একুশে ফেব্রুয়ারি তুমি কি?
তুমি কি বাঙ্গালীদের কান্ডারী?
না পাগুড়ী?
তুমি কি নয়নের আলো?
না-কি ভয়ানক কালো?
তুমি কি দুর থেকে করা ফলো?
না-কি হঠাৎ বিদ্যুৎ চমকালো?
তুমি কি সমুদ্রের হাঙ্গর?
না মানবতার অন্তর?
হে মহান একুশে ফেব্রুয়ারি তুমি কি?
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।