
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার নিভৃত পল্লী অঞ্চলে গড়ে ওঠা জুমারবাড়ী ডাঃ আব্দুর রাজ্জাক শিশু নিকেতন স্কুল থেকে এবার প্রাথমিক বৃত্তি লাভ করেছে ৫৯ জন শিক্ষার্থী।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিতব্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা/১৯ এর প্রাথমিক বৃত্তি’র ফলাফলে জানাযায়, সাঘাটা উপজেলায় মোট ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে ৭২ জন ছাত্রছাত্রী।
তার মধ্যে জুমারবাড়ী ডাঃ আব্দুর রাজ্জাক শিশু নিকেতন স্কুল থেকেই ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে ৫৩ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে ০৬ জন পরীক্ষার্থী। ফলে উক্ত স্কুলে ছাত্রছাত্রী ও অভিভাবকের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।
উল্লেখ্য, উক্ত স্কুল থেকে ২০১৯ ইং সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৯১ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। তারমধ্যে ৯০ জন জি.পি.এ ৫ এবং ১ জন ৪.৮৩ পেয়ে উত্তীর্ণ হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।