
মো. শাহ্ জামাল, জামালপুর সংবাদাদাতা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলার মেলান্দহে মাহি কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের ২০১৯ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
বৃহস্পতিবার মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। মাহি কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের পরিচালক আব্দুল মতিন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন - অধ্যক্ষ হাজী মুহঃ সুলায়মান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরকার মোঃ আব্দুস সালাম বকুল, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, শেখ কামাল সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ শফিউল আলম, বিকেডিএ ময়মনসিংহ বিভাগীয় পরিচালক খান মোহাম্মদ কামাল পাশা , উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুলাহ, সহ - সভাপতি ও পৌর কমিশনার এরশাদুল হাসান এরশাদ, সাধারণ সম্পাদক শাহিন বাঘা প্রমুখ।
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভার শেষে মাহি কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।