
সেবা ডেস্ক: জাতীয় পদকপ্রাপ্ত যুদ্ধাহত দুই বীর মুক্তিযোদ্ধা কালীপদ দাস এবং লিবিও কির্তনীয়াকে অত্যাধুনিক মোটরাইজড হুইলচেয়ার উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দুই মুক্তিযোদ্ধাকে এই উপহার প্রদান করেন তিনি।
মহান মুক্তিযুদ্ধে কালীপদ দাস ৮নং সেক্টরে যুদ্ধ করেন এবং এবং লিবিও কির্তনীয়া ৯নং সেক্টরে যুদ্ধ করেন।
মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সময় কালীপদ ও কির্তনীয়া উভয়েই আহত হন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।