
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: মরনব্যাধী করোনা পরিস্থিতি মোকাবেলায় জামালপুরের ইসলামপুরে সেনা বাহিনী টহল দিয়েছে।
রবিবার দুপুরে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী সদস্যরা শহরের বিভিন্ন পয়েন্টে সচেতনামূলক করোনা ভাইরাস জীবানু নাশক স্প্রে ও গণসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করেন।।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান,অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, করোনা ভাইরাস মোকাবেলায় জেলা প্রশাসকের নির্দেশে সকাল ৬টা হতে বিকাল ৫টা পর্যন্ত নির্দিষ্ট সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রাখা এবং উপজেলার সকল স্থানে গণজমায়েত বন্ধ সহ সকল হাট-বাজার আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
