
জামালপুর সংবাদদাতা: মুজিববর্ষ ও ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে জামালপুরের মেলান্দহের প্রত্যন্ত পল্লীর সাধুপুর জেএএম উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ক্রীড়া-সাংস্কৃতিক ও মুক্তিযুদ্ধ ভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে বীর শ্রেষ্ঠদের নামে স্টল নির্মাণ ছিল বিশেষ আকর্ষণ।
স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ নূরুল আমিন বিএসসি এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন-বিশিষ্ট শিক্ষানুরাগি হুমায়ুন কবির সোনাহার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-আলহাজ সৈয়দুজ্জামান মাস্টার, আব্দুর রহমান মাস্টার, মিনহাজ উদ্দিন মাস্টার, আ: সাত্তার মাস্টার, আইয়ুব আলী বিএসসি, দেলোয়ার হোসেন দেলু, আহসান আলী প্রমুখ। অনুষ্ঠান শেষে বাংলা বাঁচাও নাটক মঞ্চস্থ হয়।
অনুষ্ঠানে ক্রীড়া-সাংস্কৃতিক ও মুক্তিযুদ্ধ ভিত্তিক অনুষ্ঠানের সার্বিক গ্রন্থনা করেন শরির চর্চা শিক্ষক মিজানুর রহমান।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।