
রফিকুল আলম, ধুনট (বগুড়া): করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বগুড়ার ধুনট থানা পুলিশের উদ্যোগে ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায় ও হতদরিদ্র মানুষদের মাঝে মাস্ক ও হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাগদী পল্লী এলাকাসহ পৌরসভার বিভিন্ন মহল্লার হতদরিদ্র ৪০০টি পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
মাস্ক ও হাত ধোয়ার সাবান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন, উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) আব্দুল জাব্বার, সাংবাদিক মাসুদ রানা, বাবুল ইসলাম প্রমুখ।
