
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের দেয়া নির্দেশনা মেনে দেশের ৯০ভাগ পোশাক কারখানায় সাধারণ ছুটি কার্যকর হয়েছে বলে জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, যেসব কারখানা চালু আছে সেগুলো চিকিৎসা সামগ্রী তৈরি ও জরুরি বিদেশি ক্রয়াদেশ বাস্তবায়নের কাজে যুক্ত রয়েছে।
বিজিএমইএর ক্রাইসিস ম্যানেজমেন্ট বিভাগের কর্মকর্তা মনসুর খালেদ বলেন, বেশিরভাগ কারখানাগুলোতে ক্রয়াদেশ নেই। তারপরেও সরকার ও বিজিএমইএ কর্তৃপক্ষের পরামর্শে ২৭ তারিখেই ৮০ শতাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। কোথাও জোর করে কাজ করানো হচ্ছে- এমন অভিযোগ পাননি বলেও জানান তিনি।
মনসুর খালেদ বলেন, কিছু কারখানায় করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসার জন্য সরকারি ডাক্তারদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী তৈরির কাজ চলছে। মাস্কের চাহিদা বেড়ে যাওয়ায় অনেকে আবার মাস্ক বানানো শুরু করেছেন। এসব কারখানা চালু রয়েছে।
