
কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চা বিক্রেতাদের মাঝে খাবার ও স্যানিটাইজার সামগ্রি বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদে এই কার্যক্রমের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। তিনি বলেন, ‘ করোনা মোকাবেলায় আমরা চা স্টল বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।
এতে করে বিক্রেতারা বেকার হয়ে পড়েছে। এসময় ইউপি চেয়ারম্যান সাহেব তাদের পাশে দাঁড়িয়েছেন। এজন্যে আমি তাকে ধন্যবাদ জানাই।’
ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল বলেন, ‘ যেহেতু চা বিক্রেতাদের দোকান বন্ধ করা হয়েছে সেহেতু তাদের মানবিক সহায়তা প্রদান করে পাশে দাঁড়াতে চেষ্টা করেছি মাত্র।
এই সহায়তা সামগ্রি আমরা গ্রাম পুলিশদের মাধ্যমে প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দেবার ব্যবস্থা করেছি। সহায়তা সামগ্রির মধ্যে রয়েছে চাল, ডাল, লবন, আলু, সাবান ও মাস্ক।’
এসময় উপস্থিত ছিলেন চালিতাডাঙ্গা ইউপি সদস্য আব্দুর রাজ্জাক প্রমূখ।
