গুজব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানালো তথ্য অধিদপ্তর

S M Ashraful Azom
গুজব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানালো তথ্য অধিদপ্তর

সেবা ডেস্ক: সারা বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় দেশব্যাপী সাধারণ ছুটি চলাকালে গুজব, বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো যাতে না হয় সেদিকে সতর্ক থাকতে জনগণের প্রতি অনুরোধ জানোনো হয়েছে।

গত শনিবার (২৮ মার্চ) তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়েছে, দেশব্যাপী সাধারণ ছুটি চলাকালে যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা অন্য কোনোভাবে গুজব, বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। করোনাভাইরাস বা যে কোনো বিষয়ে কোনো রকম তথ্য শুনলে বা সামাজিক মাধ্যমে পেলে তা যাচাই বাছাই করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

সরকারি সূত্র বা পরীক্ষিত মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যম থেকে প্রাপ্ত বিভ্রান্তিকর তথ্য শেয়ার বা প্রচার করলে ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও এতে উল্লেখ করা হয়।

এজন্য গুজব সম্পর্কে সচেতন থাকতে এবং অন্যকেও সতর্ক করার আহ্বান জানিয়েছে তথ্য অধিদপ্তর।

মিথ্যা বা ভুল তথ্য প্রচার নজরে এলে গুজব মোকাবিলায় ৯৯৯ অথবা তথ্য অধিদফতরের ফোন নম্বর ৯৫১২২৬৪, ৯৫১৪৯৮৮ এবং ইমেইল- piddhaka@gmail.com এ যোগাযোগ করার জন্য অনুরোধও জানানো হয়েছে।




ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top