ধুনটের উল্লাপাড়া যুব সমাজের উদ্যোগে স্যানিটাইজার সামগ্রী বিতরণ

S M Ashraful Azom
ধুনটের উল্লাপাড়া যুব সমাজের উদ্যোগে স্যানিটাইজার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার: সারা বিশ্ব যখন করোনা ভাইরাসে আতঙ্কিত, মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে রবিবার দিনব্যাপী কাজিপুরের সীমান্তবর্তি ধুনট উল্লাপাড়া যুব সমাজের উদ্যোগে মাস্ক, স্যাভলন, সাবান বিতরণ  করা হয়েছে। পুরো এলাকায় জীবাণুনাশক স্প্রে  করা হয়েছে।

এসময় তারা আশেপাশে পরিষ্কার রাখা, জীবাণু নাশক স্প্রে ব্যবহার, স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত পরিষ্কার করে খাবার খাওয়া ও নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইন মেনে চলার বিষয়ে পরামর্শ দেন এই সেচ্ছাসেবি সংগঠন।

এসময় উপজেলার উল্লাপাড়া গ্রামে প্রতিটি রাস্তা ঘাট, মসজিদ, পেট্রোল পাম্প ও গ্রামের প্রায় প্রতিটি বাড়ির ভিতরে ও আশেপাশে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করা হয়।

সেচ্ছাসেবি সংগঠনের প্রতিনিধি প্রভাষক রাজিবুজ্জামান রাজিব জানান, "যারা বিদেশ ও ঢাকা ফেরত তাদের অবশ্যই হোম কোয়ারেন্টাইন মেনে চলতে হবে। আর আমাদের স্বার্থের মধ্যেই চেষ্টা করেছি সবাইকে সহযোগিতা করতে।"

এসময় উপস্থিত ছিলেন, এস এম রাশেদ, আপেল মাহমুদ, নাজমুল হাসান, মিশন, মনিরুল, শাকিল, সজীব, ইলিয়াস,শাম্মু, শুভ, জুয়েল, আবু জাফর প্রমূখ।




ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top