বাংলাদেশের একজনকে পিটিয়ে মারল ভারতের দুই মাদক ব্যবসায়ী

S M Ashraful Azom
0
বাংলাদেশের একজনকে পিটিয়ে মারল ভারতের দুই মাদক ব্যবসায়ী
সেবা ডেস্ক: কুমিল্লা আদর্শ সদরের সীমান্তবর্তী এলাকা নিশ্চিন্তপুরে এক বাংলাদেশি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে ভারতের দুই মাদক ব্যবসায়ী।

শনিবার দুপুরে নিশ্চিন্তপুরের ইউএনসিনগরের ৭৮ নম্বর পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন আনু মিয়া ওই উপজেলার হানকিরজলা এলাকার সেতু মিয়ার ছেলে।

নিহতের পরিবার জানায়, হানকিরজলায় আনু মিয়ার মুদি ও চায়ের দোকান রয়েছে। তিনি ভারতীয় নাগরিক ও মাদক ব্যবসায়ী কামরুলের কাছে ৪৮০টাকা পেতেন। শনিবার দুপুরে কামরুল দধি খেয়ে টাকা না দেয়ায় পাওনা টাকা নিয়ে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আনু মিয়ার মাথায় আঘাত করেন কামরুল ও আরেক মাদক ব্যবসায়ী ফারুক মিয়া। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হলে কামরুল ও ফারুক পালিয়ে যান।

পাঁচথুবী ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল বলেন, কামরুল, ফারুকসহ ভারতের মাদক ব্যবসায়ী চক্রটি প্রায়ই এ এলাকার মানুষের ওপর নির্যাতন চালায়। তারা বিএসএফ’র প্রত্যক্ষ মদদে মাদক ব্যবসা করে।

ইউপি চেয়ারম্যান আরো বলেন, কামরুল ভারতীয় নাগরিক হলেও তার মা-বোন বাংলাদেশে বসবাস করেন। তার বিরুদ্ধে আগেও স্থানীয় এক যুবকের হাত কেটে নেয়ার অভিযোগ রয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top