
সেবা ডেস্ক: গণ চীনের উহানসহ পুরো চীনে করোনা ভাইরাসের আক্রমণে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। করোনা মোকাবিলায় একের পর এক নির্দেশনা দিচ্ছে চীন সরকার। এর মধ্যে নোটে করোনার জীবাণু থাকতে পারে, তাই নোটকে শুকাতে পরামর্শ দেয়া হয়।
সেই পরামর্শে ওভেনে ২৮ হাজার টাকার নোট রাখেন চীনা এক নারী। কিন্তু মুহূর্তেই পুড়ে গেলো সব চীনা টাকা। খবর সংবাদ প্রতিদিনের।
সংবাদমাধ্যমটি জানায়, চীনের সিআইটিআইসি ব্যাংকের শাখা থেকে চীনা টাকা তুলেন আন্ট লি। চিনের জিয়াংশু প্রদেশের জিয়াংয়িন প্রদেশের বাসিন্দা আন্ট লি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় নোট জীবাণুমুক্ত করতে মাইক্রোওভেনে রাখেন। কিন্তু ওভেনে রাখা ২৮ হাজার চীনা টাকা পুড়ে যায়।
বিশ্বের ৯০টির বেশি দেশে করোনাভাইরাস দাঁপিয়ে বেড়াচ্ছে। এতে প্রায় সাড়ে তিন হাজার জনের কাছাকাছি মৃত্যুর পাশাপাশি লাখের ওপর মানুষ ভাইরাসটিতে আক্রান্ত রয়েছেন। তবে ৫০ হাজারের মতো মানুষ করোনাভাইরাস মুক্ত হয়ে বাসায় ফিরেছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।