বাংলাদেশ ক্রিকেট থেকে অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফী

S M Ashraful Azom
0
বাংলাদেশ ক্রিকেট থেকে অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফী
সেবা ডেস্ক: বাংলাদেশ  ক্রিকেট দলের জনপ্রিয় ও সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এবার সময় হয়েছে তার নেতৃত্ব ছাড়ার।  টানা ছয় বছর ধরে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয়া মাশরাফী অধিনায়কত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাবেন।

সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাশরাফী বিন মোর্ত্তজার অধিনায়ক ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে।  বৃহস্পতিবার সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে মাশরাফী নিজেই জানালেন, শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে হতে যাচ্ছে তার অধিনায়কত্বের শেষ ম্যাচ।

এটিই যে অধিনায়ক হিসেবে মাশরাফীর শেষ সিরিজ তা আগেই জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেছিলেন ‘খুব শিগগিরই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। সামনে যে বিশ্বকাপটা আছে সেটার জন্য আমরা দল ও অধিনায়ক দুই বছর আগেই করে ফেলব। খুব শিগগিরই এই সিদ্ধান্ত নিতে হবে। আমার তো মনে হয় এক মাসের মধ্যে এই ব্যাপারে ক্লিয়ার কাট সিদ্ধান্ত দিতে পারব।’

বোর্ড প্রধানের এমন মন্তব্যের পর সবাই একরকম ধরেই নিয়েছিল, সত্যিই শেষ হতে যাচ্ছে মাশরাফীর বর্ণাঢ্য অধিনায়ক ক্যারিয়ারের ইতি।

২০১৪ থেকে দলের নিয়মিত অধিনায়ক হয়ে ৮০টি একদিনের ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতেছেন ৪৬টি ম্যাচ। তবে মোট ৮৭ ম্যাচে তার নেতৃত্বে সর্বোচ্চ ৪৯টি ওয়ানডে ম্যাচে জয় পায় বাংলাদেশ।

ডান-হাতি পেসারের নেতৃত্বে ২০১৫ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে খেলে বাংলাদেশ। এরপর ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেয় সেমি-ফাইনালে। মাশরাফীর নেতৃত্বেই ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজে হারায় টাইগাররা।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top