
গাইবান্ধা জেলা প্রতিনিধি: করেনা ভাইরাস কোভিড ১৯ সংক্রমন রোধে জনসচেতনতার পাশাপাশি জনসহযোগীতা কামনাকল্পে আজ ২৯ মার্চ রবিবার বিকালে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে থানা পুলিশের উদ্যোগে জরুরী প্রয়োজনীয় নাম্বার সম্বলিত শর্ট পোস্টারে বিতরণ ও রিক্সা খাদ্য, ওষুধের দোকানে লাগানো হয়।
পলাশবাড়ী অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান নিজে দাড়িয়ে থেকে এসব পোস্টার বিতরণ করেন ও দৃশ্যমান স্থানে লাগান। চলমান মানুষকে করোনা ভাইরাস রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী ঘরে থাকতে বলেন। এছাড়াও করোনা সংক্রান্ত যে কোন তথ্য দিতে ও পরামর্শ পেতে পোস্টারে উল্ল্যেখিত নাম্বারে যোগাযোগ করতে বলেন ।
