
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সাদুল্যাপুরে গতকাল ৪ মার্চ বুধবার পৃথক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিন আসামী কে গ্রেফতার করেছে পুলিশ ।
থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা'র নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে সাদুল্যাপুর থানার এএসআই মোঃ রবিউল ইসলাম-২, এএসআই মাহবুবুল মোর্শেদ ও সঙ্গীয় ফোর্সসহ জিআর মামলার গ্রেফতারি পরোয়ানায় দীর্ঘ দিনের পলাতক ১। আসামি ইসবপুর গ্রামের মৃত আমজাদ শেখের পুত্র আহাদ শেখ তার মামলা নং ৬- ৪/৩/ ২০, ২। চিকনি বড় জামালপুর গ্রামের তছির উদ্দিন এর পুত্র আন্তাজুল, ৩। জামুডাঙ্গা গ্রামের মৃত আনছার আলীর পুত্র আঃ রাজ্জাক কে বুধবার ভোররাতে সাদুল্যাপুরের মীরপুর জামুডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করে ।
এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, গ্রেফতারকৃতদের ৫ মার্চ বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।