
রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় ওরিয়ন গ্রুপের অর্থায়নে বগুড়া হুইলচেয়ার ক্রিকেট ক্লাবের ক্রিকেটারদের জন্য ক্রিকেট খেলার উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ছালেহা জহুরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত ক্রিকেট খেলার উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট টিমের প্রতিষ্ঠাতা ও অধিনায়ক মহসিন আলম।
বগুড়া হুইলচেয়ার ক্রিকেট ক্লাবের অধিনায়ক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভান্ডারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, ভান্ডারবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট টিমের ম্যানেজার মাহবুবুর রহমান চৌধুরী, আম্পায়ার কাজি শিমুল, বগুড়া হুইলচেয়ার ক্রিকেট টিমের ম্যানেজার বকুল আহম্মেদ, নাট্যকার জাহিদ হাসান সাগর, ইউপি সদস্য নুরে আলম সিদ্দিকী ও শহিদুল ইসলাম প্রমুখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।