
মো. শাহ্ জামাল, জামালপুর সংবাদাদাতা: জামালপুরের মেলান্দহে বেসরকারি শিক্ষক-কর্মচারি কল্যাণ ট্রাস্টের নির্বাচন ৫ মার্চ বিকেল ৩টায় ট্রাস্টের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সাবেক সভাপতি মফিজ উদ্দিন এতে সভাপতিত্ব করেন। সভায় মির্জা আজম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান ভূট্রো সভাপতি, মালঞ্চ এম.এ. গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন মোলা সাধারণ সম্পাদক এবং বাঘাডোবা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মঈন উদ্দিন কোষাধ্যক্ষ নির্বাচিত করে ৩৩ সদস্যের কমিটি গঠিত হয়।
নির্বাচন পরিচালনা করেন-কলাবাধা হাই স্কুলের প্রধান শিক্ষক ও দুরমুঠ ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরী, মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসালত জামান এবং বাঘাডোবা হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মিজান উল মওলা।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।