
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরের প্রবীণ তিন রিক্সা চালক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এখনও অসহায় মানুষ গুলো পাইনি সরকারি কোন খাদ্য সহায়তা এমন একটি খবর চোখে পড়ে গাইবান্ধা ৩ পলাশবাড়ী সাদুল্যাপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপির।
এরপর তিনি গতকাল ১ এপ্রিল বুধবার রাতেই এ তিনটি পরিবারের খোজ খবর নিয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন কে এই তিন অসহায় মানুষসহ অন্যান্য অসহায় মানুষ গুলোর হাতে খাদ্য সহায়তা দেওয়ার নির্দেশ প্রদান করায় ২ এপ্রিল বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে এ তিন অসহায় মানুষের হাতে খাদ্য সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ উপস্থিত ছিলেন ।
অসহায় তিন টি মানুষ ১০ কেজি চাল, ডাল,তেল,লবন, চিনি, চিড়া,লুডুসসহ একটি প্যাকেটজাত এসব খাদ্য সামগ্রী হাতে পেয়ে খুশি মনে নবনির্বাচিত এমপি এ্যাড. উম্মে কুলসুম স্মৃতির জন্য ও উপজেলা প্রশাসনের জন্য দু হাত তুলে দোয়া করেন ।
