সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত নিয়ে সংঘর্ষ, আহত ২৫

S M Ashraful Azom
সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত নিয়ে সংঘর্ষ, আহত ২৫
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষে আহত হয়েছে অন্তত ২৫ জন। বৃহষ্পতিবার সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চর আদ্রা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে হাবিবুর রহমান ও মৃত ছলি মন্ডলের ছেলে আব্দুস সালামের মধ্যে ৯৩ শতক আবাদী জমি বিরোধটি আদালত পর্যন্ত গড়ায়। বৃহষ্পতিবার সকালে হাবিবুর রহমানের দখলী জমি আব্দুস সালামের পক্ষ দখল করতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ২৫ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর হাবিবুর (৫৫), সালাম (৬০), বখতিয়ার (৫০), লিটন (৩২), তসলিম (৩২), জেসমিন (৩০), মিস্টার (২৭), নজিরন (৫৫), হাসমত (৩৫), সোহরাব (৬০), মায়া (৩৫), হামিদ (৩০), দুলাল, (৪০), রাসেল (১৬), গফুর (৬৫), কালু মন্ডল (৭০), সেকান্দর (৬৫), শফিকুল (৪০) ও মোমেনাকে (৫০) সরিষাবাড়ি হাসপাতালে ভর্তি ও বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা চলছে।

হাসপাতালে চিকিৎসাধীন হাবিবুর রহমান জানান, আমাদের ভোগদখলীয় জমি জোরপূর্বক জবর দখলের পায়তারা চালাচ্ছে। এ নিয়ে গ্রাম্য সালিশও জমি আমাদের প্রতীয়মান হয়েছে। প্রতিপক্ষের আব্দুস সালাম জানান, জমিটি অন্যায়ভাবে তারা ভোগদখল করে আছে। আদালত আমাদের ডিক্রি দেয়ায় আমরা দখল নিতে গিয়েছিলাম।

সরিষাবাড়ী থানার ওসি মাজেদুর রহমান বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।



ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top