সেবা ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঘরে থাকা ৫ হাজার ৩ শত হতদরিদ্র পরিবাররের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঘাটাইল উপজেলা প্রশাসন। প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখায় কর্মহীন হয়ে পড়া পরিবার গুলোর মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার খাদ্য সহায়তা প্রদানের বিষয়টি নিশ্চিত করে ঘাটাইল ডট কমকে বলেন, করোনা সংক্রমণের কারনে কর্মহীন মানুষের জন্য গতকাল বুধবার (১৫ এপ্রিল) পর্যন্ত সরকারের পক্ষ থেকে ৫৫ মেট্রিক টন চাল ৩ লক্ষ ৭৫ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। ইতিমধ্যে ৫ হাজার ৩ শত পরিবারের মধ্যে ৫৩ ম্যাট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।
তিনি ঘাটাইল ডট কমকে জানান, দিনমজুর, রিক্সাচালক, সিএনজি চালক, মোটর শ্রমিক, শীল সম্প্রদায়, আধিবাসী, নিশাণ শ্রমিক সহ বিভিন্ন শ্রেনি পেশার ৩ হাজার ৫ শত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে জনপ্রতিনিধিদের সহায়তায় তাদের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এ ছাড়া কুইক ফুড রেসপন্স টিমের মাধ্যমে এক হাজার ৩ শত ৫০টি পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, আলু ও ডাল।
তিনি ঘাটাইল ডট কমকে আরো জানান, কোন পরিবারের কোন সদস্য যেন খাবারের অভাবে কষ্ট না পায় এ জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিদিষ্ট মোবাইল নম্বর দিয়ে হটলাইন চালু করা হয়েছে। যারা হটলাইনে ফোন করে তাদের খাদ্যের প্রয়োজনের কথা জানাচ্ছে তাদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
করোনা দুর্যোগকালে প্রশাসনের সাথে সমন্বয় করে অসহায় মানুষদের সহায়তা প্রদানের জন্য ঘাটাইল ডট কমের মাধ্যমে সমাজের বিত্তবানের প্রতি অনুরোধ জানান।