জামালপুরে ২৭১২ পিস ইয়াবাসহ আটক-৩

S M Ashraful Azom
জামালপুরে ২৭১২ পিস ইয়াবাসহ আটক-৩

মো. শাহ্ জামাল, জামালপুর: জামালপুরে ২৭১২ পিস ইয়াবাসহ ৩জনকে গ্রেপ্তার করেছে বিজিবি। ৩৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ, এসইউপি’র প্রেরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

  বিজ্ঞপ্তিতে উল্লেখ, ৩ এপ্রিল দিবগাত রাত ১১টার দিকে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বাংলাবাজার বিওপি’র নাঃ সুবেঃ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির টহলদল চান্দারচর এলাকায় অভিযান চালিয়ে মোঃ শাহজাহামালকে ৭৬০ পিস ইয়াবাসহ আটক করে। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল সেট, একটি হাতুড়ি জব্দ করা হয়। আব্দুল বারেক রৌমারীর খাটিয়ামারী গ্রামের আবু বক্কর ছেলে। উদ্ধারকৃত ইয়াবার মুল্য ২,২৯,১০০ টাকা। আটককৃতকে রৌমারী থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ, ২ এপ্রিল বিকেল ৪টার দিকে মাদক বিরোধী অভযিানরে অংশ হিসেবে কুড়গ্রিাম জেলার রৌমারী উপজলোর গয়টাপাড়া বিওপি’র হাবলিদার কাজী নজরুল ইসলামরে নতেৃত্বে বিজিবির টহলদল গয়টাপাড়া এলাকায় অভযিান চালিয়ে মোঃ মিজানুর রহমান (৩০)কে ১৮৫০ পিস ইয়াবাসহ আটক করে।এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। মিজানুর রহমান রৌমারীর গয়টাপাড়া গ্রামের আজগর আলী ছেলে বলে জানা গেছে।

অপরদিকে একই দিনগত রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাংগা বিওপির হাবিলদার মোঃ আব্দুল মমিনের নেতৃত্বে বিজিবির টহলদল গাছবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোঃ আব্দুল বারেক (৩৫)কে ১০২ পিস ইয়াবাসহ আটক করে। এ সময় তার কাছ থেকে ১৯৫০ টাকা জব্দ করা হয়। আব্দুল বারেক রৌমারীর ধোনতলা গ্রামের তছর আলীর ছেলে। উদ্ধারকৃত ইয়াবার সর্বমোট মুল্য ৭৫২৫৫০ টাকা। আটককৃতদের রৌমারী থানায় সোপর্দ করা হয়েছে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top